শরীয়তপুর প্রতিনিধি: “সন্ত্রাস, মাদক আর চাঁদাবাজমুক্ত পরিচ্ছন্ন ইমেজের যুব ও তরুন সমাজই এগিয়ে নিয়ে যাচ্ছে জাতির জনকের সুযোগ্য তনয়া, দেশরতœ মাননীয় প্রধানমন্ত্রী  জননেত্রী শেখ হাসিনা ঘোষিত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানের স্বপ্ন। আজকের তরুন-যুবকরাই ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করবে ইনশা আল্লাহ” শরীয়তপুর সদর উপজেলা ও পৌরসভা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শরীয়তপুর-১ আসনের সাংসদ ও আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ইকবাল হোসেন অপু।

রবিবার দুপুরে শরীয়তপুর জেলা যুবলীগের কার্যালয়ে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হোসেন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষনা করেন জেলা যুবলীগের সভাপতি এম এম জাহাঙ্গীর মৃধা। এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র জননেতা আব্দুর রব মুন্সি। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নুহুন মাদবর।

দীর্ঘদিন পরে শরীয়তপুর সদর উপজেলা ও শরীয়তপুর পৌরসভা যুবলীগের সম্মেলন সফল করতে সদর উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে হাজার হাজার যুবক ও তরুন ব্যানার-ফ্যাষ্টুন-প্লাকার্ড নিয়ে সকাল ৯টার পর থেকেই খন্ড খন্ড মিছিল সহাকারে সম্মেলনস্থলে এসে উপস্থিত হতে শুরু করেন। সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, শরীয়তপুর পৌরসভার ১ নং প্যানেল মেয়র মো. বাচ্চু বেপারী, সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বিল্লাহ হোসেন দিপু, পৌরসভা যুবলীগের আহবায়ক মোতালেব ঢালী, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর বেপারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার, জেলা ছাত্রলীগের আহবায়ক মো. মোহসীন মাদবর প্রমূখ। সম্মেলন অনুষ্ঠাানের প্রথম অধিবেশনে সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায় রাশেদুজ্জামান রাশেদ। এ সময় জেলা, উপজেলা ও পৌরসভা যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, তাঁতিলীগ, মহিলা আ‘লীগ,কৃষকলীগ ও আওয়ামীলীগের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সম্মেলনে প্রধান অতিথি সাংসদ ইকবাল হোসেন অপু আরো বলেন, দেশ পরিচালনায় সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। আর দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতির জন্যও আওয়ামীলীগ সরকারের কোন বিকল্প নেই। তাই বারবার আওয়ামীলীগকে ক্ষমতায় রেখে ৩০ লক্ষ শহীদের আত্মদানে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করতে যুবলীগকে সন্ত্রাস-মাদক-চাঁদাবাজি সহ সকল অনৈতিকতা এড়িয়ে চলতে হবে। সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে ২০২১ সালে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে হবে।

এ সংবাদ লেখা এবং শেষ খবর পাওয়া পর্যন্ত উল্লেখিত দুইটি ইউনিটের যুবলীগের নতুন কমিটি নির্বাচিত বা ঘোষনা করা হয়নি।

(ওএস/পিএস/১৬ জুন, ২০১৯)