সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামের রহমত খানের ছেলে মাদক ব্যবসায়ী রবিনকে ২৫ পিস ইয়াবা সহ গ্রেফতার করে রোববার দুপুরে নেত্রকোনা আদালতে পাঠিয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই আবুল বাশার রবিনকে ব্যপক জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করেছেন।

কেন্দুয়া থানা পুলিশের এস.আই তারেক মোহাম্মদ মাসুদ অভিযান চালিয়ে শনিবার সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে সান্দিকোনা ইউনিয়নে বাঘবেড় গ্রামের জনৈক শাহ্ আলমের পুকুর পাড় থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, গ্রেফতারের সময় রবিনের হাতে থাকা একটি স্যামস্যাং মোবাইলের কভারের ভেতর ৬ পিস এবং প্যান্টের পকেট থেকে ১৯ পিস ইয়াবা সহ ২৫ পিস ইয়াবা উদ্ধার করেন।

এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী তারেক মোহাম্মদ মাসুদ জানান, রবিনের নামে এর আগে কেন্দুয়া থানা একটি মাদক মামলা ও অপর একটি মারামারির মামলা রয়েছে।

ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, মাদক ব্যবসার সঙ্গে যেই জড়িত থাকুক তাকে কোন প্রকার ছাড় দেয়া হবে না। এ অভিযান চলবেই।

(এসবি/এসপি/জুন ১৭, ২০১৯)