সৈকত শতদল : ‘‘বিজ্ঞান ও প্রযুক্তি , অগ্রগতির মূল শক্তি’’ স্লোগানে র‌্যালি আলোচনা সভা ও বিজ্ঞান মেলার মধ্যেদিয়ে রাজবাড়ীর পাংশা উপজেলা শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ২ দিন ব্যাপি ৪০ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ।

১৭ ই জুন সকাল ১০ টায় পাংশা উপজেলা পরিষদ থেকে র‌্যালি বের হয়ে পাংশা শিল্পকলা একাডেমিকে এসে শেষ হয়। র‌্যালি শেষে শিল্পকলা একাডেমিতে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিধি ছিলেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, বিশেষ অতিধি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন , উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নাসিম আক্তার,উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর।

বক্তা গণ বিজ্ঞান মনষ্কজাতি গঠনের আহবান জানান। মেলায় ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের প্রকল্প প্রদর্শন করেছে।

(এস/এসপি/জুন ১৭, ২০১৯)