সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : কেন্দুয়া উপজেলার ছিলিমপুর গ্রামের রবিন ও চকবাট্টা গ্রামের করিমকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে। 

গ্রেফতারের সময় পুলিশ রবিনের কাছ থেকে ২৫ পিস ইয়াবা এবং করিমের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করেছে।

এ ঘটনায় কেন্দুয়া থানা পুলিশের এস.আই তারেক মোহাম্মদ মাসুদ ও এ.এস.আই রহমত বাদী হয়ে কেন্দুয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন। শনি ও রোববার রাতে অভিযান চালিয়ে রবিনকে বাঘবেড় গ্রামের রাস্তা এবং করিমকে চকবাট্টা গ্রাম থেকে গ্রেফতার করেন।

একটি মামলার তদন্তকারী কর্মকর্তা কেন্দুয়া থানা পুলিশের এস.আই আবুল বাশার জানান, রবিনের নামে কেন্দুয়া থানায় মাদক আইনে আরো একটি মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। আদালতে রবিনের আইনজীবী তার জামিনের আবেদন করলে আদালতের বিচারক তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এদিকে করিমকেও সোমবার নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

(এসবি/এসপি/জুন ১৭, ২০১৯)