গাইবান্ধা প্রতিনিধি : শেষ ধাপে চলছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন।

মঙ্গলবার (১৮ জুুন) কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে চলছে ভোট গ্রহন।
দুইজন স্বতন্ত্র প্রার্থী সহ মোট ৪ জন চেয়ারম্যান প্রার্থী ৬ জন ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ১৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদন্দ্বীতা করছেন।

১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এক টানা ভোট গ্রহন চলবে। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৩৯ হাজার ২ শ’১৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৬৫ হাজার ৩ শ’ ৪৪ জন এবং নারী ভোটার ১ লক্ষ ৭৩ হাজার ৮ শ’৭৪ জন। মোট ভোট কেন্দ্রর সংখ্যা ১শ’১১ টি ,মোট ভোটাকক্ষের সংখ্যা ৮ শ’ ১৫ টি রয়েছে। শিবরাম আলহাজ মোঃহোসেন স্মৃতি স্কুল ও কলেজ কেন্দ্র গিয়ে দেখা যায় ভোটার উপস্থথিতি কম, তবে বেলা বারার সাথে ভোটার বাড়বে বলে মনে করছেন প্রিজাইডিং অফিসার আশাদুজ্জামান।

এদিকে প্রতিদন্দদ্বরী হলেন, আশরাফুল আলম সরকার (নৌকা), আহসান হাবিব (লাঙ্গল) খয়বর হোসেন সরকার (ঘোড়া) গোলাম আহসান হাবীব মাসুদ (মোটরসাইকেল)। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতাকারী ৬ জন। এরা হলেন, আব্দুর রাজ্জাক তরফদার (টিউবওয়েল), আল-শাহাদৎ জামান (তালা), আসাদুজ্জামান মনি (লাঙ্গল) শওকত আলী (টিয়াপাখি), সফিউল ইসলাম (চশমা), সুরজিত কুমার সরকার (বৈদ্যুতিকবাল্ব)। ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন, ৫ জন।

এরা হলেন আল্পনা রানী গোস্বামী (ফুটবল), উম্মে সালমা (হাঁস), হাফিজা বেগম (কলস), হোসনে আরা বেগম (লাঙ্গল) ও ফেরদৌসী বেগম (প্রজাপতি)। এ নিয়ে পৃথক ভাবে কথা হলে সকল প্রার্থীসহ সাধারন ভোটাররা প্রত্যাশা ব্যক্ত করে বলেন, এ নির্বাচন হোক সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ।

(এস/এসপি/জুন ১৮, ২০১৯)