নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় গিলাতলা গ্রামে জেলে নাজমুল শেখ(৩৯) হত্যার ঘটনায় লোহাগড়া থানায় ৩ জনকে আসামী করে নিহত নাজমুলের স্ত্রী আন্না বেগম একটি মামলা দায়ের করেছেন। তবে পুলিশ এজাহারভুক্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারে নাই। 

মামলা সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলা গিলাতলা গ্রামের মোসলেম শেখের ছেলে নাজমুল শেখের সাথে একই গ্রামের গোলাম রব্বানীর স্ত্রীর ইঞ্জিরা বেগমের মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। এর জের ধরে নাজমুলের সাথে ওই পরিবারের বিরোধ চলে আসছিল। ইঞ্জিরা বেগম, তার স্বামী শহিদ মোল্যার ছেলে গোলাম রব্বানী ও তার বড় ভাই গোলাম নবীসহ আরও অজ্ঞাত ৫/৭ জন দুর্বৃত্ত পরস্পর যোগসাজগে রোববার দিবাগত রাতে নাজমুলকে শ্বাসরোধ করে হত্যা করে পানিতে ফেলে দেয়।

সোমবার সকালে মোকছেদ মল্লিকের নির্মাণাধীন বাড়ির পাশ থেকে নাজমুল শেখের লাশ উদ্ধার করে পুলিশ। সোমবারই নড়াইল সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষে রাতেই তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগড়া থানার এসআই গোবিন্দ আকর্ষন বলেন, এজাহারভুক্ত আসামীদের আটকের চেষ্টা চলছে।

(আরএম/এসপি/জুন ১৮, ২০১৯)