সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : সমাজকে সুন্দর ও মানুষের জন্য নিরাপদ আবাস গড়ে তোলার জন্য  সব অপরাধীদের ধরা পরতেই হবে। দৃঢ়তার সঙ্গে একতা ঘোষনা দিয়ে কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান বলেছেন, আইনের হতের চেয়ে কারো অপরাধীদের হাত লম্বা নেই। তিনি বলেন আইন সবার জন্যই সমান সেটা পুলিশই হোক আর জনগণেই হোক।

কেন্দুয়া উপজেলার সর্বস্থরের শ্রেণী পেশা মানুষের উদ্দ্যেশ্যে ওসি রাশেদুজ্জামান বলেন বর্তমান সময়ে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার ও ওসির সরকার নম্বর সকল শ্রেণীর পেশার মানুষেরই জানা আছে। তাই নিজ নিজ এলাকায় মাদকসেবী ও ব্যবসায়ী, ধর্ষণের অভিযোগে ব্যাক্তি ও চুর সহ সকল অপরাধীদের আইনের আওতায় আনার জন্য তথ্য দিয়ে সহযোগীতা করার আহ্বান জানান।

তিনি বলেন, সব অপরাধীরা যদি মাটির উপরে সুন্দর ভাবে থাকতে হলে ধরা পরতেই হবে। তিনি বলেন কেন্দুয়া এলাকার মাদক হবে মাটি। চুরের যদি পেশা না বদলায় তাহলে তাদেরকে হয় এলাকা ছাড়তে হবে না হয় আইনের হাতে ধরা পরতে হবে।

মঙ্গলবার দুপুরের স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সমাজের বিভিন্ন অপরাধ কমিয়ে আনার ব্যপারে একমত বিনিময় কালে তিনি এসব কথা বলেন।

ওসি রাশেদুজ্জামান বলেন, ইতি মধ্যে কয়েকদিনে তিনটি ঘনধর্ষনের ঘটনা ঘটেছে। মামলা হওয়ার আগেই তিনটি ঘটনার সঙ্গে জড়িত ১৫ জনের মধ্যে ৮ জনকেই তাৎক্ষনিত ভাবে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মাদক সেবী ও ব্যবসায়ী চুর, সাজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন অপরাধে ১৫ দিনে প্রায় অর্ধশত আসামী গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

সোমবার রাতে চারিতলা গ্রামের সেবক মিয়ার দুটি মঞ্জিল মিয়ার দুটি এবং আলম মিয়ার দুটি সহ মোট ৬টি গরু ছুরির প্রসঙ্গে ওসি রাশেদুজ্জামান বলেন সমাজে মানুষকে সচেতন হতে হবে, গোয়াল ঘরে তালা লাগাতে হবে এবং এই ছুরির সঙ্গে এলাকার কেউনা কেউ জড়িত আছে ,তাদেরকে তথ্য পুলিশকে দিতে হবে। পুলিশের কাছে তথ্য গোপন রেখেই তাদেরকে গ্রেফতার করা হবে।

(এসবি/এসপি/জুন ১৮, ২০১৯)