আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় বিপুল পরিমান ইয়াবাসহ এ্যাম্বুলেন্স চালক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকের বড় একটি চালান পাচারের খবর পান তিনি।

খবর পেয়ে মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে উপজেলার উত্তর সীমান্ত মাগুরা চৌরাস্তা এলাকা অতিক্রমকালে গৌরনদী উপজেলার টরকী বন্দর সংলগ্ন সুন্দরদী মহল্লার মৃত ইউনুস শরিফের ছেলে দুলাল শরীফ ওরফে দুলু (৩৬)কে ওৎ পেতে থাকা পুলিশ আটক করে। এসময় তার অপর দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

আটককৃত দুলালের পকেট থেকে ১হাজার ১শ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেল ও তার কাছ থেকে নগদ ৬শ টাকাও উদ্ধার করা হয়। আটক দুলাল শরীফ জানায়, সে ঢাকায় এ্যাম্বুলেন্স চালিয়ে মিরপুরে বসবাস করে আসছে। তিনি ১নং ওয়ার্ড বিএনপির সাবেক প্রচার সম্পাদক ছিলেন।

ওসি আফজাল হোসেন আরও জানান, আটক দুলাল দুলাল শরীফ গৌরনদী, আগৈঝাড়াসহ পাশ্ববর্তি উপজেলাগুলোতে দীর্ঘ দিন যাবত পাইকারী ইয়াবা বিক্রি করে আসছিলো।

ইয়াবা আটকের ঘটনায় এসআই জসিম উদ্দিন বাদী হয়ে দুলালসহ তিন জনকে আসামী করে মঙ্গলবার রাতেই মামলা দায়ের করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তৈয়বুর রহমান গ্রেপ্তারকৃত দুলালকে বুধবার আদালতে প্রেরণ করেছেন।

(টিবি/এসপি/জুন ১৯, ২০১৯)