বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ভাসমান বেডে সবজি চাষ বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ফকিরহাট উত্তরপাড়া এলাকায় ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট কৃষি সম্প্রসাণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আফতাব উদ্দিন।

ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাছরুল মিল্লাতের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার নয়ন কুমার সেন, কৃষক গাজি রজব আলী, সাইদুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার প্রদীপ কুমার মন্ডল প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমানে দেশে বিষমুক্ত খাদ্য উৎপাদনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ফকিরহাট উপজেলা কৃষি অফিস ভাসমান বেডে সবজি চাষ জনপ্রিয় করতে নানামূখী পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে দিন দিন এই অঞ্চলে ভাসমান বেডে সবজি চাষ জনপ্রিয়তা পাচ্ছে। অনুষ্ঠানে বিপুল সংখ্যাক কৃষক কৃষানী ও স্থানীয় সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

(এসএকে/এসপি/জুন ১৯, ২০১৯)