গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় ও গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মঙ্গলবার (১৮ জুন) এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, শিক্ষাবিদ, বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, এনজিও কর্মী, শিক্ষার্থী, অনগ্রসর জনগোষ্ঠীর প্রতিনিধিগণ অংশগ্রহন করেন।

উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এ.কে.এম গালিব খান।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারি কমিশনার (ভূমি) এএসএম রিয়াদ হাসান গৌরব ও সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন।

(এস/এসপি/জুন ১৯, ২০১৯)