বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বলইবুনিয়া গ্রামে মঙ্গলবার দিবাগত রাতে এক দরিদ্র কৃষকের জমির চাষাবাদকৃত শতাধিক কলাগাছসহ ক্ষেতের অন্যান্য সবজিও কেটে ও উপড়ে পার্শ্ববর্তী খালে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। এতে তার দুই লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়েছে।

দরিদ্র কৃষক খালেক শেখ অন্যের ১৪ শতক জমি লীজ নিয়ে গতবছর থেকে সেই জমিতে শতাধিক কলাগাছ, ১৫০ শ’ লাউগাছ, পুঁই শাক, ঢেড়স, ডাটা শাকসহ বিভিন্ন সবজির চাষ করেন। ইতোমধ্যে বিভিন্ন সবজি বিক্রি করার উপযোগী হয়েছে। এই অবস্থায় রাতে মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তার ক্ষেতের কালাগাছ কেটে ও পরিপক্ক সবজি ক্ষেতের ফসল কেটে ও উপড়ে নষ্ট করে দেয়।

কৃষক খালেক শেখ জানান, দুর্বৃত্তরা তার দুই লক্ষাধিক টাকার ফসলের ক্ষতি সাধন করেছে। তিনি এখন তার দুই প্রতিবন্ধী সন্তান নিয়ে কিভাবে সংসার চালাবেন।

মোরেলগঞ্জ থানা ওসি কেএম আজিজুল ইসলাম জানান, দরিদ্র কৃষক খালেক শেখ অভিযোগ পেয়েছি । তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

(এসকেকে/এসপি/জুন ১৯, ২০১৯)