রংপুর প্রতিনিধি : মৃত্যুর ১৬দিন পর আম ব্যবসায়ী মানিক মিয়ার লাশ ময়না তদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে। বুধবার দুপুুরে রংপুরের প্রথম শ্রেণির ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসানের উপস্থিতিতে এই লাশ তোলা হয়।

জানা গেছে, গত ৩১ মে দুপুরে চাইনিজ হোটেলের সামনে সাইকেলে ফেরি করে আম বিক্রির সময় হোটেল মালিক আলতাফ হোসেন তাকে সেখান থেকে সরে যেতে বলে। কিন্তু তিনি সরে না যাওয়ায আম বিক্রেতা মানিক মিয়াকে বেদম প্রহার করা হয়। এতে তার নাক মুখ দিয়ে রক্ত বের হলে এলাকাবাসী তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীণ অবস্থায় ৩দিন পর তিনি মারা যান।

পরে তার পরিবারের সদস্যরা লাশ নিয়ে তার গ্রামের বাড়ি পালিচড়ায় চলে যায় এবং সেখানে দাফন করে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এ ঘটনার পর মানিকের ভাই বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা করেলে পুলিশ হোটেল মালিক আলতাফ হোসেনকে গ্রেফতার করে।

মামলার তদন্তাকারী কর্মকর্তা জানান, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে রংপুর জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে লাশের ময়না তদন্তের জন্য আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে বুধবার লাশ কবর থেকে উত্তোলন করে ময়না তদন্ত করা হয়।

(এম/এসপি/জুন ১৯, ২০১৯)