গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরোত্তম রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জাপানি দাতা সংস্থা প্রদত্ত উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে বুধবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি অভিযুক্ত প্রধান শিক্ষককে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করে। 

স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালে জাপানের দাতব্য সংস্থা ‘কে কিতা গাওয়া’ থেকে ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ের ২৫ শিক্ষার্থীর জন্য ৬০ হাজার টাকা বরাদ্দ দেয়। কিন্তু ওই বছরই প্রধান শিক্ষক নরোত্তম রায় শিক্ষার্থীদের সাক্ষর জাল করে টাকা আত্মাসাত করেন। সম্প্রতি বিষয়টি ফাঁস হলে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা ফুসে উঠে। ঘটনা তদন্ত করতে বিদ্যালয়ের শিক্ষক মোঃ হামিদুর রহমানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রাথমিকভাবে টাকা আত্মসাতের সত্যতা পায়। প্রাথমিক সত্যতার পর প্রধান শিক্ষককে শোকজ করা হয়।

বুধবার উপবৃত্তি বঞ্চিত শিক্ষার্থী ও অভিভাবকরা এলাকায় বিক্ষোভ করে তাকে অপসারণের দাবি জানায়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান শহীদুল হক সরকার বলেন, উপবৃত্তির টাকা বিতরণে অনিয়ম পাওয়ায় প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছিলো। কিন্ত তিনি সন্তোষজনক জবাব দিতে না পারায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এবং ঘটনা অধিকতর তদন্ত করতে আরো ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অভিযুক্ত প্রধান শিক্ষক নরোত্তম রায় বলেন, টাকা বিতরণে আমার গাফিলতি আছে মনে করে ম্যানেজিং কমিটি আমাকে সাময়িক বরখাস্ত করেছে। কিন্তু আমি টাকা আত্মসাত করিনি। জাপানী সংস্থার লোকজন টাকা বিতরণ করে। তাদের কোনো অনিয়ম আছে কিনা বিষয়টি খতিয়ে দেখা দরকার।

(এস/এসপি/জুন ২০, ২০১৯)