আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হিমাচল প্রদেশে যাত্রীবাহী একটি বাস পাহাড়ি সড়ক থেকে গভীর খাদে ছিটকে পড়ার ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার প্রদেশের পাহাড়ি কুল্লু জেলায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় বাসটিতে ৬০ জনের বেশি যাত্রী ছিল।

আহত আরও ২৮ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। প্রদেশের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, কুল্লু জেলায় যাত্রীবাহী বেসরকারি একটি বাস পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় গভীর খাদে ছিটকে পড়ে।

এটি উত্তরাঞ্চলীয় হিমাচলের বানজার এলাকার সড়ক থেকে ৫শ ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর পরই কর্মকর্তারা ২৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১৯ জনের মৃত্যু হয়। যাত্রীদের নিয়ে প্রদেশের গাদা গুশাইনির দিকে যাচ্ছিল বাসটি।

কুল্লর পুলিশ প্রধান শালিনি অগনিহোট্রি জানিয়েছেন, আহত অবস্থায় কাছাকাছি হাসপাতালে নেয়ার পর বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু। নারীরা নিজেদের কর্মস্থল এবং শিশুরা স্কুল শেষে ফিরছিল।

(ওএস/এসপি/জুন ২১, ২০১৯)