মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফিনলে কোম্পানীর মালিকানাধিন জাগছড়া চা বাগানের চা শ্রমিকের বসত ঘর থেকে ৮ ফুট লম্বা ক্ষুধার্থ একটি অজগর উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২১জুন) রাত ৮টার দিকে স্থানীয় সূত্রে খবর পেয়ে শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সহযোগীতায় জাগছড়া চা বাগানের কয়েলটিলা নামক স্থানে অবস্থিত স্থানীয় চা শ্রমিকের বসত ঘর থেকে এই অজগরটি উদ্ধার করা হয়।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, অজগরটি খুবই ক্ষুধার্থ থাকার কারনে বনাঞ্চল থেকে ছুটে এসে বসত ঘরে ঢুকে পরে।

বনে খাবারের তীব্র সঙ্কট থাকার কারনেই মূলত মাঝে মধ্যে এরা বসত ঘরে ঢুকে যায় জানিয়ে তিনি বলেন, আমরা এটিকে উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে খাবারের ব্যবস্থা করে পূর্ণ সুস্থ করে তোলার পর অজগরটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের সংরক্ষিত বনাঞ্চলে পরবর্তিতে অবমুক্ত করার ব্যবস্থা নেবো।

(একে/এসপি/জুন ২২, ২০১৯)