পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গত শুক্রবার ২১ জুন বিকেলে মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে এক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। 

বিশিষ্ট সাহিত্য গবেষক অধ্যাপক মোঃ আবুল হোসেন মল্লিকের সভাপতিত্বে সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বালিয়াকান্দি উপজেলার বহরপুরের প্রত্যুষ সাহিত্য ম্যাগাজিনের সম্পাদক কবি বেলাল আহসান ও সাবলম্বী ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সহিদুল ইসলাম বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি কবি মোহাম্মদ ফিরোজ হায়দার, মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এস,এম কায়কোবাদ, পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান, কবি মোল্লা মাজেদ, এবাদত আলী শেখ, সরদার আবু জালাল, সন্ধ্যা রানী কুন্ডু, করবী রুবায়েত বিথী, মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মোক্তার হোসেন।

অনুষ্ঠানে কবি ও গীতিকার রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ স্মরণে আলোচনা এবং বহরপুরের কবি বেলাল আহসান সম্পাদিত প্রত্যুষ সাহিত্য ম্যাগাজিনে পাংশার লেখক-লেখিকাদের লেখা দিয়ে প্রকাশিতব্য সংখ্যাটি প্রকাশে সহযোগিতা করার বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রত্যুষ সাহিত্য ম্যাগাজিনের সম্পাদক কবি বেলাল আহসানকে নিজের লেখা বই উপহার প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি বিশিষ্ট সাহিত্য গবেষক অধ্যাপক মোঃ আবুল হোসেন মল্লিক।

(এম/এসপি/জুন ২২, ২০১৯)