রংপুর প্রতিনিধি : তৃতীয় ও  চতুর্থ শ্রেণির কর্মচারি নীতিমালা ২০১৭ অবিলম্বে বাস্তবায়ন, কর্মচারীদের ৪৪ মাসের বকেয়া বেতন পরিশোধ ও তাদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মচারিরা রবিবার আধাবেলা কর্মবিরতি পালন করেছে। সকাল থেকে বেলা ১টা পর্যন্ত তারা তাদের এই কর্মসূচী পালন করে। এর আগেও কর্মচারীরা একই দাবিতে সপ্তাহব্যাপী তাদের এই কর্মসূচী পালন করে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে তারা কর্মসূচী প্রত্যাহার করে নেয়। 

রবিবার কর্মবিরতি চলাকালে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে কর্মচারি সমন্বয় পরিষদের সমন্বয়ক মাহবুবার রহমান বাবু বলেন, আমরা আমাদের তিনদফা দাবি দ্রুত সমাধানের জন্য গত ১৭ জুন উপাচার্য বরাবরে স্মারকলিপি দেই, সেদিন তিনি আমাদের ইতিবাচক আশ্বাস দিলেও ওদিনই বিকেলে উল্টো এক প্রেস রিলিজে আমাদের হতাশ করেন। আমরা তার সাথে দেখা করে কথা বলতে চাইলেও তিনি আমাদের সে সুযোগ দেন না। তাই এবার আমাদের দাবি মানা না হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

(এম/এসপি/জুন ২৩, ২০১৯)