শরীয়তপুর প্রতিনিধি : নড়িয়া উপজেলা আওয়ামী লীগের আভ্যন্তরিন কোন্দলের জেরে ইমরান হোসেন সরদার (৩৫) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ দুর্বৃত্তরা। এ ঘটনা পরবর্তী নিহতের সমর্থকরা প্রতিপক্ষের বাড়ি-ঘরে ভাংচুর ও লুটপাট করে। ময়না তদন্ত শেষে রবিবার বিকেলে  ইমরানের মরদেহ দাফন করা হয়েছে। এ ঘটনায় নড়িয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যাকান্ডের সাথে জরিত সন্দেহে মালেক মাঝি নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। শান্তি শৃঙ্খলা নিশ্চিত করতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহতের পরিবার ও নড়িয়া থানা সূত্রে জানাগেছে, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নশাসন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদার ও বর্তমান চেয়ারম্যান বাবুল মোল্যার সঙ্গে স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে আভ্যন্তরিন কোন্দল চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিক বার সংঘর্ষ হয়েছে ও মামলা মোকদ্দমা চলে আসছে।

শনিবার রাতে দেলোয়ার হোসেন তালুকদার এর গাড়ি চালক ও নশাসন ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক নশাসন সরদার কান্দি গ্রামের ফজল সরদারের ছেলে ইমরান সরদার (৩৫) নশাসন ডগ্রীবাজারে দেলোয়ার তালুকদারের বাসায় গাড়ি রেখে নিজ বাড়িতে ফিরছিলেন। রাত অনুমান সাড়ে ১০টার দিকে নশাসন মাঝিরহাট নামক স্থানে ঢাকা-শরীয়তপুর মহাসড়কের কাছে গণ কবরস্থানের পাশে পৌঁছিলে পূর্ব থেকে ওৎপেতে থাকা প্রতিপক্ষের লোকজনেরা পরিকল্পিত ভাবে ইমরানকে অটো রিক্সা থেকে নামিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। তার ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার রোগীর অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। ঢাকা যাওয়ার পথে রাত অনুমান ২টায় সে মারা যায়।

লাশ ময়না তদন্ত শেষে শরীয়তপুর সদর হাসপাতাল থেকে রবিবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আচর নামাজের পরে জানাজা শেষে ইমরানের লাশ দাফন করা হয়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। পুলিশ ঘটনাস্থল থেকে মালেক মাঝি নামে একজনকে গ্রেফতার করেছে। এ হত্যাকান্ডের জের ধরে নিহত ইমরান সরদারের সমর্থকরা স্থানীয় জালাল হাওলাদার, দুলাল হাওলাদার ও খোকন হাওলাদারের বাড়িতে ব্যাপক লুটপাট করে । এ সময় হামলাকারীরা ব্যাপক ভাংচুর করে তছনছ করে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নশাসন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদার বলেন, হাইব্রিড আওয়ামীলীগের লোকেরা এ হত্যা কান্ড ঘটিয়েছে। আমি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

নড়িয়া থানার ওসি মঞ্জুরুল হক আকন্দ বলেন, পূর্ব শত্রুতার জের ধরে একটি হত্যাকান্ড ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে একজনকে আটক করা হয়েছে। লাশের সুরতহাল ও ময়না তদন্তে করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।

(কেএনআই/এসপি/জুন ২৩, ২০১৯)