বিনোদন ডেস্ক : চিত্রনায়ক সাইমন সাদিকের দাদা মো. সিদ্দিকুর রহমান আর নেই। বার্ধক্যজনিত কারণে আজ মঙ্গলবার (২৫ জুন) দুপুর ১২টা ৪৫ মিনিটে তিনি কিশোরগঞ্জের কলাপাড়ায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

দাদাকে হারিয়ে শোকে কাতর নাতি সাইমন। মৃত্যুর খবর শুনেই তিনি বাড়ির পথে রওনা হয়েছেন।

সাইমনের পারিবারিক সূত্রে জানা গেছে, মো. সিদ্দিকুর রহমান প্রায় ১১০ বছরেরও বেশি বেঁচে ছিলেন। তিনি ব্রিটিশ আমলে সরকারি ঠিকাদার হিসেবে নিজের কর্মজীবন শুরু করেন।

ব্যক্তিজীবনে আট ছেলে ও চার মেয়ের জনক ছিলেন তিনি। এক ছেলেকে তিনি তিন বছর আগে হারিয়েছেন সড়ক দুর্ঘটনায়। স্ত্রীকে হারিয়েছেন ১০ বছর আগে।

নায়ক সাইমনের দাদা সক্রিয় ছিলেন আওয়ামী লীগের রাজনীতিতে। কিশোরগঞ্জের কলাপাড়া মহীনন্দ ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তিনি। বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার ঘনিষ্ঠ বন্ধু।

এদিকে চিত্রনায়ক সাইমন জানান, আজ এশার নামাজের পর জানাজা শেষে স্থানীয় কবরস্থানেই দাফন করা হবে মো. সিদ্দিকুর রহমানকে।

(ওএস/এসপি/জুন ২৫, ২০১৯)