মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম গ্রাম আদালত সক্রিয়করণে জনগণকে উদ্বুদ্ধ কওে ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইউনিয়ন পরিষদ সমূহকে আরো সক্রিয় হওয়ার আহব্বান জানিয়েছেন।

মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় বিষয়ে বার্ষিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহব্বান জানান।

স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নূর হোসেন সজল, রাজৈর উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব মিয়া, মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশনের প্রধান সমন্বয়কারী খান মো. শহীদ প্রমুখ।

জেলা প্রশাসক তার বক্তব্যে আরো বলেন, গ্রাম আদালত বর্তমান সরকারের একটি অগ্রাধিকার মূলক কাজ। গ্রামাঞ্চলে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় গ্রাম আদালত কার্যকরী করণের কোন বিকল্প নেই।

বাংলাদেশ সরকার এবং দাতাসংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপির আর্থিক ও কারীগরী সহায়তায় অনুষ্ঠিত এ সভায় মাদারীপুর জেলার ৪৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারী-বেসরকারী কর্মকর্তাবৃন্দ সহ প্রায় ৭০ জনঅংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর ফয়সাল মুস্তাফিজুর রহমান উদ্বোধনী সভাটি সঞ্চালনা করেন।


(এএস/এসপি/জুন ২৫, ২০১৯)