ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পিআরএপি বাস্তবায়নের লক্ষ্যে ঈশ্বরদী পৌরসভার দারিদ্র নিরসন ও বস্তি উন্নয়নের লক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় অরোণকোলায় গাভী বিতরণ করা হয়েছে। 

তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর) প্রকল্প ইউজিপ-৩ প্রকল্পের অধীনে পৌর এলাকার দরিদ্র জনগোষ্ঠিকে স্বাবলম্বি করার লক্ষ্যে ৯টি ওয়ার্ডের ১৮ জনকে এই গাভী প্রদান করা হয়।

পৌরসভার দারিদ্র নিরসন ও বস্তি উন্নয়ন বিষয়ক স্থায়ী কমিটির আয়োজনে গাভী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু। এসময় পাবনা জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাস, কাউন্সিলর কামাল হোসেন, আবুল হাসিম, মনিরুল ইসলাম সাবু, কামাল আশরাফী প্রমূখ।

(এসকেকে/এসপি/জুন ২৬, ২০১৯)