ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস’ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার সর্বসম্মতিক্রমে  ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরকে ধূমপান মুক্ত এলাকার ঘোষণা দিয়েছেন।

বুধবার পরিষদের মিলনায়তনে ইউএনও আহাম্মদ হোসেন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নূরুজ্জামান বিশ্বাস ও ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান। স্বাগত বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঈশ্বরদী সার্কেলের পরিদর্শক ভূপতি কুমার বর্মন।

অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা চান্না মন্ডল, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকী, মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার, প্রাথমিক শিক্ষা অফিসার মৃণাল কান্তি সরকার, লক্ষীকুন্ডা ইউপির চেয়ারম্যান আনিসুর রহমান শরীফ।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা শহরের রেলগেট, বাস টার্মিনাল, টেম্পু ষ্ট্যান্ড, ট্রাক টার্মিনালসহ বিভিন্ন এলাকায় মাদক বিরোধী প্রচারণা চালায়।

(এসকেকে/এসপি/জুন ২৬, ২০১৯)