স্টাফ রিপোর্টার : ভেজাল পণ্য উৎপাদনের বিষয়ে অনলাইন পত্রিকা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াসহ পত্র-পত্রিকায় ব্যাপকভাবে প্রচারের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ ছাড়া ভেজাল পণ্য রোধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনকে (বিএসটিআই) আইন অনুযায়ী যে ক্ষমতা দেয়া হয়েছে তা যথাযথভাবে পালনের সুপারিশ করা হয়।

বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির তৃতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়েছে।

বৈঠক শেষে কমিটির সভাপতি আমির হোসেন আমু সাংবাদিকদের বলেন, ‘ভেজাল খাদ্য ও পণ্য যাতে বাজারে আসতে না পারে সেজন্য সরকার আন্তরিক। কিন্তু যারা মাঠ পর্যায়ে কাজ করেন তারা সঠিকভাবে কাজ করছেন না। তাই তাদের আরও সজাগ হওয়ার সুপারিশ করা হয়েছে।’

তিনি বলেন, ‘বৈঠকে ভোজ্যতেলে ভিটামিন-এ সংযোজনের বিষয়ে আগামী বৈঠকে লিখিত প্রতিবেদন দেয়ার জন্য শিল্প মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে।’

কমিটির সদস্য এ কে এম ফজলুল হক সাংবাদিকদের বলেন, ‘যে সব কোম্পানি বা প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী উৎপাদন করে তাদের ফ্যাক্টরি নিয়মিত পরিদর্শন করা এবং ভেজাল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে।’

জানা গেছে, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো সংস্থা যাতে মালামাল কিনতে না পারে এবং মালামাল কেনার আগে প্রয়োজনীয়তা ও গুণগতমান বজায় রাখার জন্য বুয়েটের ইঞ্জিনিয়ারদের মতামত গ্রহণ করতে হবে মর্মে সুপারিশ করে কমিটি।

বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, মোহাম্মদ সাহিদুজ্জামান এবং কাজিম উদ্দিন আহম্মেদ।

এছাড়া শিল্প মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন সংস্থা প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/জুন ২৭, ২০১৯)