আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : প্রকাশ্যে স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করা শাহ নেয়াজ রিফাত শরীফের (২৫) মরদেহ নিয়ে বরিশাল থেকে বরগুনার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন নিহতের স্বজনরা। বৃহস্পতিবার দুপুর একটার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালের ফরেনসিক বিভাগের মর্গ থেকে নিহতের মরদেহ নিয়ে এ্যাম্বুলেন্সযোগে সড়কপথে রওয়ানা দেয়া হয়েছে। নিহত রিফাত বরগুনা সদর উপজেলার ৬নং বুড়িরচর ইউনিয়নের বড় লবণগোলা গ্রামের দুলাল শরীফের একমাত্র সন্তান।

মরদেহের সাথে থাকা নিহতের বন্ধু মঞ্জুরুল আলম বলেন, বরগুনায় রিফাতের স্বজন, বন্ধু ও এলাকাবাসী অপেক্ষায় রয়েছেন। তার মরদেহ দেখানোর পর আছর বাদ জানাজা শেষে দাফন করা হবে। দাফনের স্থান এখনো চূড়ান্ত ভাবে নির্ধারণ করা হয়নি। অপরদিকে এরআগে শেবাচিম হাসপাতালের লাশ রাখা কক্ষ থেকে সকাল ১০টার দিকে নিহত রিফাত শরীফের মরদেহ মর্গে নিয়ে আসা হয়।

সেখানে বেলা ১১টা ১০ মিনিট থেকে পৌনে ১২টা পর্যন্ত চলে ময়নাতদন্তের কার্যক্রম। এসময় রিফাতের চাচা ছালাম শরীফ, মামা মোস্তফা আলম, শশুর মোজাম্মেল হোসেনসহ নিহতের বন্ধু ও স্বজনরা মর্গ এলাকায় অবস্থান করেন। যাদের মধ্যে রিফাতের অনেক বন্ধু ও স্বজনরা একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পরেন।

উল্লেখ্য, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারী কলেজের সামনে প্রকাশ্যে স্ত্রীর সামনে রিফাত শরীফ (২২) নামের এক যুবককে কুপিয়ে জখম করে বখাটে নয়ন ও তার সহযোগিরা। রিফাতকে কোপানোর ভিডিওতে নয়নের সাথে রিশান ফরাজী ও রাব্বি আকন নামের তার দুই সহযোগি ছিলো বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

গুরুতর অবস্থায় রিফাতকে প্রথমে বরগুনা সদর হাসপাতাল ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসার পর বিকেল সোয়া চারটার দিকে অপারেশন থিয়েটারে অস্ত্রপাচারের সময় রিফাতের মৃত্যু হয়। রিফাতের মৃত্যুর খবর ও প্রকাশ্যে কুপিয়ে জখম করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে বিষয়টি নিয়ে দেশব্যাপী প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে তোলপাড় শুরু হয়।

ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের সনাক্ত করে তাদের ধরতে অভিযানে নেমে ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বরগুনা থানার ওসি আবির মোহাম্মদ হোসেন।

(টিবি/এসপি/জুন ২৭, ২০১৯)