অমল তালুকদার, পাথরঘাটা (বরগুনা) : বরগুনার পাথরঘাটায় “পায়রা বন্দর নগরী ও কুয়াকাটা উপকুলীয় অঞ্চলের পরিবেশ পর্যটন ভিত্তিক সমন্বিত পরিকল্পনা প্রনয়ণ” সংক্রান্ত র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১০টায় পাথরঘাটা উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালী পৌর শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়। রালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরেন বক্তারা।

সভায় পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির সভাপতিত্ব করেন।

উপস্থিত ছিলেন, পায়রা ও কুয়াকাটা উপকুলীয় অঞ্চলের পরিবেশ পর্যটন প্রজেক্ট ম্যানেজার মাকসুদ হাসিম, উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা এম এ খালেক, ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান সোহাগ, পাথরঘাটা উপজেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক অ্যাড, জাবির হোসেন, পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আকন মো. সহিদ, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, নারী নেত্রী মুনিরা ইয়াসমিন খুশিসহ সরকারী অন্যান্য দপ্তরের পদস্থ কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষার্থীগন।

(এটি/এসপি/জুন ২৭, ২০১৯)