রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : ২৭ জুন কুড়িগ্রামের রাজারহাটে কলেজ ছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় রক্তক্ষয়ী সংঘর্ষে ছাত্রী সহ ৪জন আহত হওয়ার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রাজারহাট থানা পুলিশ আব্দুল আউয়াল (৫০) নামে আরও ১ ব্যাক্তিকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে।

এলাকাবাসী ও পুলিশ জানান, লালমনিরহাট সদর উপজেলার আইরখামার গ্রামের আব্দুস সালামের কন্যা বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্রী(১৯)কে রাজারহাট উপজেলার মীরের বাড়ি গ্রামের গোলজার হোসেন এর পুত্র জয়নুল আবেদীন (২০), আল আমিন (১৮) এবং মোজাম্মেল হকের পুত্র জসিম উদ্দিন (১৯) কলেজ যাওয়া-আসার পথিমধ্যে উত্যক্ত করতো।

বিষয়টি ওই ছাত্রী তার পরিবারকে জানালে উত্যক্তকারী যুবকদের অভিভাবকের সাথে কথা বলে। এতে তারা আরো ক্ষিপ্ত হয়ে উঠে। ঘটনার দিন গত ৫ মে সকাল ১০টার দিকে ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার সময় ওই ৩ যুবক মিলে তাকে আটকে যৌন পীড়ন করে। খবর পেয়ে ওই ছাত্রীর অভিভাবকরা আসলে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধলে কলেজ ছাত্রীসহ তার পিতা আব্দুস সালাম (৪০), মাতা জেলেখা বেগম(৩৮) ও ভাই মোজাহিদুর রহমান মারুপ (২০) গুরুত্বর আহত হয় । এলাকাবাসী আহতদের উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় গত ৬ মে রাতে ওই ছাত্রীর পিতা বাদী হয়ে ৭জনকে আসামী করে রাজারহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। রাজারহাট থানার অফিসার ইন-চার্জ কৃষ্ণ কুমার সরকার জানান, বুধবার রাতে ঘটনার সাথে জড়িত আব্দুল আউয়াল (৫০) নামে আরো ১আসামীকে আটক করা হয়েছে।

(আরকে/এসপি/জুন ২৭, ২০১৯)