রংপুর প্রতিনিধি : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ব্রাজিলে ফুটবল প্রশিক্ষণে যাচ্ছে উত্তরের তরুণ চার ফুটবলার। এদের তিনজনই বৃহত্তর রংপুরের অপরজন রাজশাহীর এক আদিবাসী তরুণ। 

রংপুরের পীরগঞ্জের একবারপুর গ্রামের অটো ভ্যান চালক আব্দুল হকের একমাত্র ছেলে নাজমুল হোসাইন আকন্দ (১৬) স্থানীয় একটি ইটভাটায় কাজ করে। জীবনে স্বপ্ন ছিল বড় হয়ে ফুটবলার হবে। দেশের জাতীয় টীমে খেলবে এমন স্বপ্নই লালন পালন করত সে। কিন্তু ফুটবলে এতবড় সুযোগ পাবে এমনটা তার কল্পনাতেই আসেনি কখনও।

ফুটবলে নাজমুলে হাতে খড়ি পীরগঞ্জ উপজেলা ফুটবল একাডেমিতে। বয়স তখন তার ১১/১২। ইটভাটায় কাজের পাশাপাশি পীরগঞ্জের ওই একাডেমিতেই ফুটবল অনুশীলন করে সে। এক পর্যায়ে গোটা পীরগঞ্জ উপজেলার নির্ভরযোগ্য এক খেলোয়ারে পরিণত হয় সে। এক সময় রংপুর জেলা ফুটবলের প্রশিক্ষক শামীম মিসকিনের সাথে কথা হয় পীরগঞ্জের সেই ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মাহমুদুল হাসান সোহেলের।

শামীম মিসকিন একদিন পীরগঞ্জ একাডেমির পরিচালক সোহেলের কাছে জানতে চান, আপনার পীরগঞ্জে রংপুর বিভাগের অনুর্দ্ধ ১৬ টীমে খেলার মত ভালমানের কোন খেলোয়ার আছে কী না। সোহেল তখন প্রাথমিক ট্রায়ালের জন্য নাজমুলের নাম জানান। সেখানে ট্রায়ালের জন্য নাজমুল সুযোগ পান এবং জেলা ভিত্তিক খেলায় সে ভাল খেলে সকলের দৃষ্টি কাড়ে। পরবতীতে ২০১৭ সালে রংপুর বিভাগের হয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ডেভেলপমেন্ট কাপে ভাল পাফর্ম করতে থাকে।

এরই ধারাবাহিকতায় অদম্য প্রতিভাবান পীরগঞ্জের সেই অজোগাঁয়ের ইটভাটার কারিগর নাজমুল অনুর্দ্ধ ১৬ জাতীয় টীমের সাথে কাতার সফরের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার হয়ে খেলতে যান। এরপর নাজমুল দেশের শীর্ষস্থানীয় ক্লাব ঢাকা আবাহনী লিমিটেডের হয়ে নিয়মিত অনুর্দ্ধ ১৮ মুল টীমে অনুশীলনের সুযোগ পায়। আর এই থেকেই নাজমুলের স্বপ্নের প্রসার ঘটে।

ইতোমধ্যেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে প্রথমবারের মত বাংলাদেশের চার ফুটবলারের পেলে, নেইমার, গারিঞ্চার দেশ ব্রাজিলে যাবার খবর ছড়িয়ে পড়ে। কিন্তু কে এই ভাগ্যবান চারজন তা জানা যায় না। এ পর্যায়ে প্রকাশ পায় রংপুরের নাজমুলসহ চারজনের নাম।

এতে আনন্দে উদ্বেলিত হয়ে উঠে নাজমুল, তার পরিবার এবং রংপুরের ফুটবল অঙ্গন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় নাজমুলসহ আরও যে তিনজন সৌভাগ্যবান তরুণ ফুটবলার ইতোমধ্যেই গত মঙ্গলবার ব্রাজিলের ভাস্কো দা গামা ক্লাবের অধীনে অনুশীলনের জন্য রওনা হয়েছেন এরা হলেন, রংপুরের পীরগঞ্জের নাজমুল, রংপুরের নাহিদ, কুড়িগ্রামের ওমর ফারুক মিঠু এবং রাজশাহীর আদিবাসী ছেলে জগেন লাকড়া।

(এম/এসপি/জুন ২৭, ২০১৯)