গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৃহস্পতিবার কমলা বেগম(৩৮) নামের এক গৃহবধূর লাশ  লাশ উদ্ধার করেছে পুলিশ। কমলা বেগম উপজেলা রাখাল বুরুজ ইউনিয়নের চকমাকড়া গ্রামের মৃত তমির উদ্দিনের পুত্র দুদু মিয়ার স্ত্রী।

জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের পলাশবাড়ি গ্রামের মৃত সোলেমান আলীর মেয়ে কমলা বেগমের প্রথম স্বামীর মৃত্যুর পর ১০/১২ বছর আগে একই ইউনিয়নের চকমাকড়া গ্রামের মৃত তমির উদ্দিনের ছেলে দুদু মিয়ার সহিত বিয়ে হয়।

বিয়ের পর থেকেই নানা অজুহাতে দুদু মিয়া স্ত্রী কমলা বেগমের উপর নানাভাবে শারীরিক নির্যাতন করত। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হওয়ায় কমলা বেগম অভিমান করে মাস খানেক আগে বাবার বাড়ী চলে যায়। গত সোমবার অসুস্থতার কথা বলে তাকে বাবার বাড়ী থেকে নিজ বাড়িতে নিয়ে দুদু মিয়া।

স্বামীর বাড়িতে আসার পর গত বুধবার রাতে আবারও দু’জনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে বৃহস্পতিবার সকালে কমলা বেগম সকলের অজান্তে বিষ পান করলে অসুস্থ হয়ে পড়ে। বাড়ির লোকজন কমলাকে চিকিৎসার জন্য গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কমলা বেগমের অবস্থা গুরুতর হলে চিকিৎসকরা তাকে বগুড়া অথবা রংপুরে নেয়ার পরামর্শ প্রদান করেন। এসময় তাকে অন্যত্র নেয়ার জন্য গাড়ীতে তোলা হলে সেখানেই কমলা বেগমের মৃত্যু হয়। তবে এলাকাবাসীর মধ্যে গুঞ্জন রয়েছে, কমলা বেগমকে বিষ প্রয়োগে হত্যা করেছে স্বামী দুদু মিয়া।

গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান।

(এস/এসপি/জুন ২৭, ২০১৯)