গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : ১৬৪ তম সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল ও আদিবাসী-বাঙ্গালী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সাহেবগঞ্জ ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি ও জাতীয় আদিবাসী পরিষদের যৌথ উদ্যোগে আজ শুক্রবার দুপুরে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাহেবগঞ্জ ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির আহ্বায়ক ডা: ফিলিমন বাস্কের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে বক্তব্য রাখেন ঐক্য ন্যাপের কেন্দ্রীয় সভাপতি পঙ্কজ ভট্টাচার্য্য, আদিবাসী-বাঙ্গালী সংহতি পরিষদের গাইবান্ধা জেলা আহ্বায়ক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্র সরেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অবিলম্বে সকল সাঁওতাল ও আদিবাসী হত্যার বিচার এবং সাহেবগঞ্জ খামারের অধিগ্রহণকৃত পৈত্রিক জমি ফিরে দেয়া সহ তাদের গৃহীত ৭ দফা দাবী পূরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সমাবেশের আগে শত শত আদিবাসী নারী-পুরুষ ঢাকঢোল বাজিয়ে, তীর ধনুক ও লাল পতাকা নিয়ে একটি বিক্ষোভ মিছিল গোবিন্দগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

(এসআরডি/এসপি/জুন ২৮, ২০১৯)