গাজীপুর প্রতিনিধি : অন্যান্য বছরের তুলনায় এ বছর মহাসড়ক গুলোর অবস্থায় অনেক ভাল বলে মন্তব্য করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সকাল সাড়ে ১০টায় গাজীপুর যাওয়ার পথে মহাখালী বাসস্ট্যান্ড পরিদর্শন করেন তিনি।

এসময় সাংবাদিকদের তিনি বলেন, আগামী বছর ঈদে ঘরমুখী যাত্রীদের সড়ক নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। শতকরা ৯০ ভাগ যাত্রী মহাসড়ক এবং ট্রাফিক সিস্টেম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

তিনি বলেন, এ বছরও যাত্রীদের মহাসড়কে কিছুটা ভোগান্তির শিকার হতে হচ্ছে। তবে আগামী বছর ঈদে সড়কের অবস্থা নিয়ে কারও কোনো প্রশ্ন থাকবে না।

(ওএস/অ/জুলাই ২৮, ২০১৪)