গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাইকোর্টের নির্দেশনা অমান্য করে অবৈধ ভাবে বালু উত্তোলন অব্যাহত রয়েছে।

উপজেলার তালুককানুপুর ইউনিয়নের কয়েকটি স্থানে জনবসতি পূর্ন এলাকায় অবৈধ ভাবে দিনে রাতে বেশ কিছু দিন ধরে শ্যলো মেশিন দিয়ে ভূগর্ভস্থ বালু উত্তোলন অব্যাহত থাকায় ওই সব এলাকায় ডেবে গিয়ে পরিবেশ বিপর্যয়ের আশঙকায় রয়েছেন।

অবৈধ বালু উত্তোলন বন্ধে সচেতন এলাকাবাসী প্রশাসনের কাছে অভিযোগ করেছে।

অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিকরা সরেজমিনে গেলে দেখা যায়, চকসিংহ ডাঙ্গাগ্রামে আ: রউফের ছেলে বালু দস্যূ আশেদুল ইসলাম ও বালুয়া গ্রামের হযরত আলী শ্যালো মেশিন দিয়ে গ্রামের ভিতর দিন রাত অব্যাহত ভাবে বালু উত্তোলন করছে। চারপাশে বসতবাড়ী বেষ্টিত মাঝ খানে একটি পুকুর থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে।

এ বালু উত্তেলনে পুকুরের আশপাশে ফাটল ও ডেবে যাওয়ায় বড় ধরনের বিপর্যয়ের আশংকা দেখা দিয়েছে।

এ অভিযোগ ব্যাপারে আশাদুলের সাথে কথা বললে তিনি সাংবাদিকদের জানান, কারো ভালো কেউ দেখতে পারেনা তাই হয়তো আমার গ্রামের ২/১ জন শক্রতা করে অভিযোগ করেছে।

এ বিষয়ে শ্যালো মেশিন মালিক হযরত আলী সাংবাদিকদের দেখে সটকে পড়ে। এ অবৈধ বালু উত্তোলন বন্ধে যখন সমাজের কিছু সচেতন ব্যক্তি সোচ্চার হয়ে প্রতিবাদ করছে তখন কিছু বালু দস্যু সমাজের কিছু ব্যক্তিকে ম্যানেজ করে প্রভাব দেখিয়ে উত্তেজনা কর রক্তক্ষয়ী সংঘর্ষর ঘটনা ঘটার মত পরিস্থিতি সৃষ্টি করছে।

এছাড়াও ওই ইউনিয়নের সমসপাড়া ও সাপগছি হাতিয়া দহ এলাকায় নদী থেকে ভূর্গভস্থ বালু উত্তোলনের হিড়িক পড়েছে।

এসব অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। যেসব এলাকায় এখনও অবৈধ বালু উত্তোলন করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


(এস/এসপি/জুন ২৯, ২০১৯)