জামালপুর প্রতিনিধি : জামালপুরের ঐতিহ্যবাহী প্রাচীন কাচারী শাহী জামে মসজিদ না ভেঙ্গে ইসলামী ফাউন্ডেশনের মসজিদ কমপ্লেক্স অন্যত্র স্থাপনের দাবি জানিয়ে সংবাদ সন্মেলন করেছে জেলা বিএনপি।

শহরের ষ্টেশন বাজারে জেলা বিএনপির কার্যালয়ে শনিবার দুপুর ১২টায় অনুষ্ঠিত সংবাদ সন্মেলনে জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন বলেন, কাচারী শাহী জামে মসজিদ ভেঙ্গে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে ৫মতলা বিশিষ্ট মসজিদ কমপ্লেক্সে দ্বিতীয় তলায় মসজিদ থাকবে। কাচারী শাহী জামে মসজিদে প্রথম ও দ্বিতীয় তলায় নামাজ আদায় হতো।

জুমা’র নামাজের দিন মসজিদে জায়গা হতো না। মসজিদের সামনের মাঠেও মুসুল্লিরা জুমা’র নামাজ আদায় করতো। সেখানে মডেল মসজিদে শুধুমাত্র দ্বিতীয় তলায় নামাজ আদায়ে স্থান সংকুলানের অভাবে মুসুল্লিরা নামাজ আদায়ে চরম দুর্ভোগে পড়বে। কাচারী শাহী জামে মসজিদ বর্তমান স্থানে বিদ্যমান রেখে অনত্র ইসলামী ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স স্থাপনের দাবি জানান।

সংবাদ সন্মেলনে তিনি আরো দাবী করেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান টিনসেড মসজিদে নামাজ আদায় করে উপস্থিত মুসুল্লিদের দাবীর প্রেক্ষিতে আধুনিক মসজিদ নির্মানে সরকারী জমি বরাদ্ধ ও ১০ লাখ টাকা নগদ অর্থ বরাদ্ধ দেন ।

১৯৮০ সালের ৩১ অক্টোবর তিনি আধুনিক দ্বিতল ভবন মসজিদটি উদ্বোধন করেন। রাজনৈতিক প্রতিহিংসায় বর্শবর্তী হয়ে জামালপুর শহরের ঐতিহ্যবাহী কাচারী শাহী জামে মসজিদটি ভাঙ্গার উদ্যোগ নিয়েছে সংবাদ সন্মেলনে দাবী করেন বক্তারা।

(আরআর/এসপি/জুন ২৯, ২০১৯)