বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপালে পুলিশি বাধায় উপজেলা যুবদলের কর্মী সমাবেশ পন্ড হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলার বড়দিয়া গ্রামে উপজেলা যুবদলের কর্মী সমাবেশের সব ধরণের প্রস্তুতি নিয়েছিল দলীয় নেতৃবৃন্দ। নির্দিষ্ট সময়ের আগেই পুলিশ এস যুবদলে সমাবেশ বন্ধ করে দেয়।

বাগেরহাট জেলা বিএনপির সহ-সভাপতি ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, দীর্ঘ দিন পর উপজেলা যুবদলের কর্মী সমাবেশের আহবান করা হয়। আমরা পূর্ব থেকেই যুবদলের কর্মী সমাবেশের প্রস্তুতি নিয়েছিলাম। সে অনুযায়ী পুলিশকেও অবহিত করা হয়েছিল।

সভায় বক্তব্য রাখতে জেলা যুবদলের সভাপতি হারুন আল রশিদ, সাধারণ সম্পাদক মো. সুজাউদ্দিন মোল্লা সুজনসহ বিএনপি ও যুবদলের নের্তৃবৃন্দ কর্মী সমাবেশ স্থলে পৌঁছে ছিলেন। কিন্তু নির্ধারিত সময়ের আগ মুহুর্তে কোন কারন ছাড়াই পুলিশ এসে সমাবেশটি বন্ধ করে দেয়।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, ওই সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কার খবর ছিল। এ কারণে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে উপজেলা যুবদলের সমাবেশ করতে দেয়া হয়নি।

(এসএকে/এসপি/জুন ২৯, ২০১৯)