নওগাঁ প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে মোসাঃ রূপেলা বেগম (৩৪) নামে এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

মোছা: রূপেলা বেগম উপজেলার পাড়ইল ইউনিয়নের বড়াইল দীঘিপাড়া গ্রামের আনিসুর রহমানের স্ত্রী এবং দুই সন্তানের জননী। শনিবার রাতের আঁধারে কে বা কারা তাকে ধর্ষনের পর মাথায় আঘাত করে হত্যা করে। রবিবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রূপেলার ছেলে রাজু আহমেদ জানায়, আমি রাত আনুমানিক সাড়ে ১১টার সময় পাশের ঘরে শুয়ে পড়ি। আর সারারাত কিছু বলতে পারবো না। সকাল ৭টায় উঠে পাশের ঘরে দেখি মা মৃত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে।

নিয়ামতপুর থানার দায়িত্ব প্রাপ্ত অফিসার এসআই দুরুল হুদা বলেন, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক ভাবে জানতে পারি যে ভিকটিমকে ধর্ষণ করে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ময়না তদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

(বিএম/এসপি/জুন ২৯, ২০১৯)