নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে জেলা গেয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকষ দল ৮৪ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। সেই সঙ্গে নারী মাদক বিক্রেতাসহ ২ জনকে গ্রেফতার করেছে। 

ডিবি জানায়, শুক্রবার জেলার পত্নীতলা উপজেলায় অভিযান চালিয়ে পুরাতন পত্নীতলা বাজার থেকে মাদক সম্রাট আজাহার আলী (৫৫) কে ৩২ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আজাহার আলী বালুঘা তালপুকুর গ্রামের মোঃ আবুল কাশেমের ছেলে। অপরদিকে শনিবার রাত ২.৩০মিনিটে পৃথক অভিযানে নিজ বসতবাড়ী থেকে তহমিনা বেগম (৩৭) নামে আরেক মাদক সম্রাঙ্গীকে ৫২ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।

ধৃত তহমিনা বেগম একই উপজেলার চকমলি ডাংগাপাড়া গ্রামের মোঃ নজরুল ইসলামের স্ত্রী। পুলিশ সুপারের দিক নির্দেশনায় ডিবির এসআই মিজানুর রহমান মিজানের নেতৃত্বে উভয় অভিযান পরিচালনা করা হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

(বিএম/এসপি/জুন ২৯, ২০১৯)