স্টাফ রিপোর্টার, রংপুর : ঘুমন্ত মেয়েকে পিটিয়ে হত্যা করে লাশ গোয়াল ঘরে লুকিয়ে রাখার অপরাধে বাবা আনছার আরী ও মা ছখিনা বেগমকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে রংপুরের বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক  তারেক হাসান। রবিবার বিকেলে বিচারক তার আদালতে এ রায় দেন। রায় ঘোষনার সময় বাবা মা দুই জনেই আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ৮ এপ্রিল রাতে রংপুরের বদরগঞ্জ উপজেলার কালুপাড়া দাড়িয়ারপাড় এলাকার বাবা আনছার আরী ও মা ছখিনা ক্ষিপ্ত হয়ে তাদের ১০ বছরের শিশু কন্যা মোমেনা খাতুনকে ঘুমন্ত অবস্থায় পিটিয়ে হত্যা করে বাড়ির গোয়াল ঘরে পুতে রাখে। পরের দিন ঘটনা জানা জানি হলে বদরগঞ্জ থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

পরে পুলিশ বাদি হয়ে নিহত মোমেনার বাবা ও মার নামে বদরগঞ্জ থানায় মামলা করে। পরে পুলিশ অভিযোগের তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে স্বাক্ষী প্রমাণ শেষে আসামীদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় বিচারক এই রায় দেন।

(এম/এসপি/জুন ২৯, ২০১৯)