পাবনা প্রতিনিধি : পাবনা শহরের যমুনা ক্লিনিক নামের একটি বেসরকারি হাসপাতালে পেটজোড়া লাগানো যমজ শিশুর জন্ম হয়েছে। রবিবার রাতে সোনিয়া খাতুন নামের এক প্রসূতির সিজার অপারেশনের মাধ্যমে এই যমজ শিশুর জন্ম হয়। উন্নত চিকিৎসার জন্য রাতেই মা ও শিশুকে পাবনা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

স্বজনরা জানান, পাবনার সুজানগর উপজেলার কাদোয়া গ্রামের ফিরোজ শেখের স্ত্রী সোনিয়া খাতুনের প্রসব বেদনা উঠলে তাকে পাবনা শহরের যমুনা ক্লিনিকে ভর্তি করা হয়। গেলো রাতে ওই প্রসূতির সিজার অপারেশনের মাধ্যমে এই পেটজোড়া লাগানো যমজ শিশুর জন্ম হয়। যমজ এই দুই শিশুই ছেলে সন্তান। স্বজনরা নাম রেখেছেন ‘রাজা-বাদশা’।

তবে দরিদ্র মানুষ হওয়ায় এই যমজ সন্তানের চিকিৎসা নিয়ে হতাশার মধ্যে পড়েছে পরিবার। পাবনা জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ নীতিশ কুমার কুন্ডু জানান, যমজ শিশুর অবস্থা বর্তমানে ভাল আছে। তবে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বঙ্গুবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল অথবা ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হবে।

(পিএস/এসপি/জুলাই ০১, ২০১৯)