নওগাঁ প্রতিনিধি : সরকারি কোষাগার থেকে বেতন ও পেনশন প্রাপ্তির দাবীতে সোমবার সকাল ১০টায় নওগাঁ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অবস্থান কর্মসূচী পালন করেছে। পৌরসভা কর্মকর্তা কর্মচারী এ্যসোসিয়েশন কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নওগাঁ পৌরসভার মুল ফটকে এই কর্মসূচী পালিত হয়। নওগাঁ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ খোরশেদ আলম এই অবস্থান কর্মসূচীতে সভাপতিত্ব করেন।

অবিলম্বে দাবী মেনে নেয়ার দাবী জানিয়ে কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, নওগাঁ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, সচিব আনোয়ার কবির, সহকারী প্রকৌশলী মোঃ নিজামুল হক, পৌরসভা কর্মকর্তা কর্মচারী এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মোসাদ্দেক হোসেন বাবু, ষাঁট মুদ্রাক্ষরিক মাহবুব আলমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

(বিএম/এসপি/জুলাই ০১, ২০১৯)