তথ্যপ্রযুক্তি ডেস্ক : বার্মিংহামের এজবাস্টনে আজ (২ জুলাই) বাঁচা-মরার লড়াইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। হারলে বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালের স্বপ্ন বিলীন হয়ে যাবে টাইগারদের। তাই বিশ্বমঞ্চে দ্বিতীয়বারের মতো ভারতকে হারাতে বদ্ধপরিকর মাশরাফি বাহিনী।

বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস-২, বিটিভি, মাছরাঙা ও গাজী টেলিভিশন।

অনলাইনে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে র‍্যাবিটহোল বিডি। র‍্যাবিটহোলের ওয়েবসাইট বা অ্যাপসে লগ-ইন করে সরাসরি দেখা যাবে বাংলাদেশ-ভারত ম্যাচ।

র‍্যাবিটহোলের ওয়েবসাইটে প্রবেশ করতে এই লিঙ্কে (http://bit.ly/2FNTat4) ক্লিক করুন, র‍্যাবিটহোলের অ্যাপ ডাউনলোড করতে এই লিঙ্কে (http://bit.ly/2XG3TjG) ক্লিক করুন।

র‍্যাবিটহোলের পাশাপাশি খেলা দেখা যাবে গ্রামীণফোনের বায়োস্কোপ (http://bit.ly/2RNE5fW), রবির মাই স্পোর্টস (http://bit.ly/2Noa1cj) ও বাংলালিংকের গেম অন (http://bit.ly/2RLGoQP) অ্যাপ দিয়েও খেলা দেখা যাবে।

এছাড়া ক্রিকবাজ, ক্রিকইনফোর ওয়েবসাইটে লাইভ স্কোর জানা যাবে।

(ওএস/এসপি/জুলাই ০২, ২০১৯)