রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : রাজারহাট উপজেলার প্রাণকেন্দ্র চাকিরপশার ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে পিতা-পুত্রসহ ৭জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো.আব্দুস ছালাম মাষ্টার, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. রতন মিয়া, স্বতন্ত্র প্রার্থী মো.জাকির হোসেন, মো.আল মিজান ইবনে মকবুল, আবুল কালাম আজাদ, এ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম ও মো. আসাদুজ্জামান টিটু বলে উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে। 

এ মাসের ২৫ তারিখ শনিবার উক্ত ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারে ওই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৩হাজার ৩৫ জন এবং মোট ভোট কেন্দ্র ১৩টি। উক্ত নির্বাচনে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন পিতা আবুল কালাম আজাদ ও পুত্র আসাদুজ্জামান টিটু। এছাড়া ওই পরিবার থেকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও দলীয় মনোনীত প্রার্থী চাষী আব্দুস ছালাম মাষ্টার এবং শিক্ষক মো. জাকির হোসেন ভোট যুদ্ধে নেমেছেন।

(পিএমএস/এসপি/জুলাই ০২, ২০১৯)