নওগাঁ প্রতিনিধি : সোমবার দিনগত রাতে নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তের ওপারে ভারতীয় অভ্যন্তরে সাদ্দাম হোসেন (৩০) নামে এক বাংলাদেশী গরুর রাখালকে আটক করেছে বিএসএফ। সে উপজেলার চকবিষ্ণুপুর কুমারপুকুর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে। 

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার রাতে সাদ্দামসহ বেশ কয়েকজন গরুর রাখাল বাংলাদেশ সীমান্ত পার হয়ে চোরাই পথে ভারত থেকে গরু আনার জন্য ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। গরু নিয়ে আসার সময় ভারতের ক্যাদারীপাড়া বিএসএফ ক্যাম্পের টহলদল তাদের ধাওয়া করে।

এ সময় অন্যরা পালিয়ে গেলেও সীমান্তের ২৩১/এসএ নম্বর মেইন পিলারের কাছে ভারতের অভ্যন্তরে সাদ্দামকে আটক করে বিএসএফ।

বিজিবির নওগাঁ ১৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিতপুর ক্যাম্প সূত্রে জানায়, বিষয়টি বিজিবি কর্তৃপক্ষ জেনেছেন। বিএসএফ তাকে ভারতের স্থানীয় থানায় হস্তান্তর করেছেন।

(বিএম/এসপি/জুলাই ০২, ২০১৯)