সাহিত্য ডেস্ক : বাংলা সাহিত্য ও সংস্কৃতির দুই মহান স্রষ্টা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মতিথি উপলক্ষে সঙ্গীত, আবৃত্তি, নৃত্য ও কথামালায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালন করতে যাচ্ছে সাংস্কৃতিক সংগঠন বহ্নিশিখা।

আগামী ৩ জুলাই ২০১৯ বুধবার সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে সংগঠনটি এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর ড. আতিয়ার রহমান উদ্বোধন করবেন রবীন্দ্র-নজরুল জয়ন্তীর এ অনুষ্ঠান।
অ‌নুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি লেখক-গবেষক গোলাম কুদ্দুছ।

অনুষ্ঠানে দলীয় সঙ্গীত পরিবেশন করবে বহ্নিশিখা, উদীচী, ক্রান্তি, সত্যেন সেন ও স্বভূমি। একক সঙ্গীত পরিবেশন করবে আবিদা রহমান সেতু, মোহনা দাস, শিমুল সাহা ও আসিফ ইকবাল সৌরভ।

আবৃত্তি করবেন রফিকুল ইসলাম, ফয়জুল আলম পাপ্পু, নায়লা তারান্নুম কাকলী ও মাহফুজা আক্তার মিরা।
নৃত্য পরিবেশন করবে স্পন্দন ও বহ্নিশিখা।

(পিআর/এসপি/জুলাই ০২, ২০১৯)