গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিকসহ ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। সোমবার বিকেলে উপজেলার তাজপুর গ্রামের রাজু মিয়ার মেয়ে রাবিনা বেগম এ মামলা দায়ের করেন। 

মামলায় অন্যান্য অভিযুক্তরা হলেন চেয়ারম্যানের ভাগ্নে সাহেবগঞ্জ গ্রামের আব্দুল মতিন প্রধানের ছেলে মেহেদী হাসান মুন্না (২৩), ভগ্নিপতি আব্দুল মতিন প্রধান (৫০), আব্দুল মতিনের স্ত্রী রওশন আরা বেগম (৪২) ও তালুককানুপুর ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার আব্দুল কাফি (৫৫) ।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, প্রেমের সূত্র ধরে মুন্নার সঙ্গে মামলার বাদি রাবিনার বিয়ে হয়। কিন্তু মুন্নার মামা আতিক চেয়ারম্যান ও পরিবারের সদস্যরা এ বিয়ে মেনে নেয়নি। এমনকি তারা নিকাহ রেজিষ্ট্রার আব্দুল কাফির যোগসাজশে বিয়ের কাবিননামাও বাতিল করে। এ ঘটনায় রাবিনা বেগম ওই ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর গোবিন্দগঞ্জ থানার এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার সন্ধ্যার পর মামলার আসামী রওশন আরা বেগমকে গ্রেফতার করেছে।

(এসআরডি/এসপি/জুলাই ০২, ২০১৯)