গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটা উপজেলার বাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের রাস্তার এতিমখানা নামক স্থানে ব্রীজ না থাকায় ছাত্রছাত্রীদের বর্ষা মৌসুমে বিদ্যালয়ের লেখাপড়া বন্ধ হয়ে যায়। ফলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের লেখাপড়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়।

উপজেলার বোনারপাড়া ইউনিয়নের বাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের যাতায়াতের রাস্তা প্রতি বছর এতিমখানার পূর্ব পাশের্^ বাটি রেলওয়ে ব্রীজের নিচ দিয়ে বয়ে আসা বন্যার স্রোতে ভেঙ্গে গিয়ে বিরাট গর্তের সৃষ্টি হয়। উক্ত স্থানে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে থাকে আবার বন্যা এলেই বন্যার পানিতে ভেসে গিয়ে স্রোতে বইতে থাকে।

এমতাবস্থায়, অনেক ছাত্রছাত্রীদের দেড় থেকে দুই মাস পর্যন্ত উক্ত বিদ্যালয়ে লেখাপড়া বন্ধ হয়। অভিভাবক জাহিদুল ইসলাম জানান, বর্ষা মৌসুমে উক্ত বিদ্যালয়ের রাস্তায় পানি জমে থাকায় ও বন্যার সময় ছেলেমেয়েদের জীবনের ঝুঁকির কারণে আমরা তাদেরকে স্কুলে পাঠাইনা।

বিষয়টি প্রশাসনের সুদৃষ্টি দেওয়া দরকার। সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান জানান, বিদ্যালয়ে যাতায়াতের রাস্তার গর্ত সৃষ্টি হওয়ার কিছু অংশ ব্যক্তি মালিকানাধীন থাকায় বড় ব্রীজ নির্মাণ করতে বিঘ্নের সৃষ্টি হয়। ব্যক্তি মালিকানাধীন জায়গাটির সুব্যবস্থা করে উক্ত স্থানে ব্রীজ নির্মাণসহ স্কুলে যাতায়াতের রাস্তাটি মেরামত করলে ছাত্রছাত্রীরা তাদের লেখাপড়ার ক্ষতির হাত থেকে রক্ষা পাবে।

(এস/এসপি/জুলাই ০৩, ২০১৯)