সাভার প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা যাওয়ার পরপরই শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ার বিভিন্ন শপিংমল ও ফুটপাতগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে। তবে সড়কে গণপরিবহন কম থাকায় যাত্রীদের চরম বিপাকে পড়তে হয়েছে।

তার সাথে আজ ঈদের দিনেও গণপরিবহনের সংখ্যা লক্ষণীয় মাত্রায় কম। লোকাল পরিবহনের বিভিন্ন যাত্রীবাহী বাসগুলো রাজধানীর বাইরে ভাড়ায় চলে যাওয়ায় সড়কগুলোতে গণপরিবহন সংকট দেখা দিয়েছে।

মহাসড়কে দায়িত্বরত পুলিশের উপস্থিতি না থাকার কারণে যানবাহন এলোমেলোভাবে চলাচল করছে। এতে দুর্ভোগে পোহাতে হয়েছে সাধারণ মানুষকে।

আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে চলাচলরত নিরাপদ পরিবহনের মালিক শরিফ মোল্লা জানান, শিল্পাঞ্চলের সকল পোশাক কারখানা ছুটি দেওয়া হয়েছে। অনেক এলাকা থেকে আমাদের স্থানীয় বাসগুলো রিজার্ভ হয়ে দেশের বিভিন্ন স্থানে রওনা হয়ে যাওয়ায় রাস্তায় পরিবহন সংকট দেখা দিয়েছে।

(ওএস/এটিআর/জুলাই ২৯, ২০১৪)