নওগাঁ প্রতিনিধি : স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স এ্যাসোসিয়েশন নওগাঁ শাখার আওতাধীন পত্নীতলা, ধামইরহাট, সাপাহার ও পোরশা উপজেলার বে-সরকারী ক্লিনিক, ডায়াগনস্টিকের উদ্যোগে বুধবার দুপুর ১২টায় পত্নীতলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকার মুগ্ধ স্কয়ারে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স এ্যাসোসিয়েশন নওগাঁ শাখার কার্য নির্বাহী সদস্য মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার।

প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেমিস্ট এ্যান্ড ড্রাগিস্ট সমিতির কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পরিচালক ও বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স এ্যাসোসিয়েশন নওগাঁ জেলা শাখার সাধারন সম্পাদক আতাউর রহমান (খোকা)।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রাক্তন সহকারী পরিচালক (স্বাস্থ্য) রাজশাহী বিভাগের ডাঃ মোঃ ইজাহারুল ইসলাম বাচ্চু, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন উপ-পরিচালক ডাঃ মোঃ আলাউদ্দীন, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স এ্যাসোসিয়েশন নওগাঁ শাখার সিনিয়র সহ-সভাপতি রেজাউন নবী রাজু,পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ তৌফিক হোসেন, সাপাহার উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ রুহুল আমিন, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী, ডাঃ সামসুল আলম, ডাঃ খালিদ সাইফুল্লাহ্ প্রমুখ।

(বিএম/এসপি/জুলাই ০৩, ২০১৯)