ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আমার বাড়ি আমার খামার প্রকল্পের কর্মকর্তাদের চাকরি পল্লী সঞ্চয় ব্যাংকে স্থায়ীকরণ ও পদোন্নতির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

বৃহস্পতিবার ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলা পরিষদের সম্মুখে এ মানববন্ধন কর্মসূচি পালন শেষে কর্মকর্তা কর্মচারীরা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প সমন্বয়কারী মাজহারুল ইসলাম, জুনিয়র ফিল্ড অফিসার মনি লাল বণিক, আশীষ কুমার রায়, মাঠ সহকারী ওমর ফারক প্রমুখ।

(এন/এসপি/জুলাই ০৪, ২০১৯)