সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ শহরের ওয়েজখালি গ্রামে পূর্ব বিরোধের জের ধরে ঈদের জামাতে যাওয়ার পথে দু’পক্ষের সংঘর্ষে ১৫ আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তা‍ৎক্ষণিকভাবে আহততের নাম পরিচয় জানা যায় নি।

গুরুতর আহত তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো ও দুইজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি এবং অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর লিটন জানান, কিছু দিন ধরে সুনামগঞ্জ পৌরসভার ওয়েজখালি গ্রামের সাবেক কাউন্সিলর খোরশেদ ও একই গ্রামের আলী হায়দারের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে সকালে গ্রামের ঈদগাহে যাওয়ার পথে সাবেক কাউন্সিলর খোরশেদের সঙ্গে প্রতিপক্ষের লোকজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়।

সুনামগঞ্জ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

(ওএস/এটিআর/জুলাই ২৯, ২০১৪)