সিলেট প্রতিনিধি : সিলেটে পবিত্র ঈদ-উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত ঈদের প্রথম জামাতে ইমামতি করেন বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান ইমাম মাওলানা আব্দুল করিম বিন মোশাহিদ।

এখানে ঈদের নামাজ আদায় করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজসহ বিভিন্ন রাজনৈতিক প্রশাসনিক, সামাজিক ও সুশীলসহ সর্বস্তরের মানুষ।

শাহী ঈদগাহে বরাবরের মতো এবারও কয়েক লাখ মানুষ নামাজ আদায় করেন। মূল ঈদগাহ ছাড়িয়ে পাশ্ববর্তী সড়কেও ঈদের নামাজ আদায় করেন লোকজন।

সিলেটের দ্বিতীয় বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদে। নামাজে ইমামতি করেন দরগাহ মসজিদের ইমাম হাফিজ মাওলানা আশজদ আহমদ।

একই সময়ে দরগাহে হযরত শাহপরান (রহ.) মাজার ঈদগাহে ঈদুল, নবাবী জামে মসজিদ, জেলা প্রশাসনের কালেক্টরেট মাঠ এবং কানিশাইল ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

সকাল ৮টায় সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা ময়দানে, একই সময়ে কুদরত উল্লাহ জামে মসজিদে, সোয়া ৮টায় টিলাগড় শাহ মাদানী ঈদগাহে, সকাল ৯টায় গাজী বোরহান উদ্দিন (রহ.) মাজার ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এদিকে, ঈদের দিন শান্তিপূর্ণ ও স্বাভাবিক রাখতে নগরী ও আশপাশ এলাকায় র‌্যাব, পুলিশসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা তৎপর রয়েছেন।

ঈদ উপলক্ষে নগরভবনসহ নগরীর বিভিন্ন সরকারি-বেসরকারি ভবনে আলোকসজ্জা করা হয়েছে।

সিলেট কেন্দ্রীয় কারাগার, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, এতিমখানা এবং জেলা প্রশাসনের সমাজসেবা অধিদপ্তর পরিচালিত বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বিশেষ খাবার পরিবেশন করা হচ্ছে।

(ওএস/এটিআর/জুলাই ২৯, ২০১৪)