নওগাঁ প্রতিনিধি : বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে নওগাঁয় শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে শহরের কালিতলায় ঐতিহ্যবাহী শ্রীশ্রী বুড়া কালিমাতার পুজো মন্ডপ প্রাঙ্গনে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে হাজার হাজার নারী-পুরুষ ভক্তের ঢল নামে। সকাল ১০টায় বৃষ্টি উপেক্ষা করে ভক্তরা রথের প্রথম টানে অংশ নেয়। শঙ্খধ্বনি, কীর্তন আর উলুধ্বনির মাঝে রথ যখন টানা শুরু হয়, এসময় যেন রথে বসা জগন্নাথ, বলরাম আর শুভদ্রা আনন্দে নেচে ওঠেন। মামার বাড়িতে যাওয়ার যেন আনন্দই আলাদা।

এই রথযাত্রা উপলক্ষ্যে কালিতলায় বসেছে গ্রামীণ মেলা। মিঠাই মিষ্টান্ন ছাড়াও বসেছে শিশুদের খেলনা ও তরুনীদের প্রসাধনীর দোকান। শিশুদের চিত্তবিনোদনের জন্য বসেছে নাগরদোলা। বিকেল ৫টায় রথের দ্বিতীয় টান অনুষ্ঠিত হয়। বিকেলে নওগাঁর শিবপুর ইস্কন মন্দির থেকে রথ নিয়ে শোভাযাত্রা শুরু হয়ে শহরের শ্রীশ্রী রাধা-গোবিন্দ জিঁউ ঠাকুরবাড়িতে (আখড়াবাড়ি) এসে শেষ হয়।

অপরদিকে জেলার মান্দার ঐতিহ্যবাহী বুড়িদহে, মহাদেবপুরে, আত্রাইয়ে ভবানীপুরেসহ জেলার সকল উপজেলায় শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত হয়েছে। এসকল স্থানে সপ্তাহ জুড়ে চলবে রথের মেলা। আগামী ১২ জুলাই (শুক্রবার) উল্টো রথের মধ্যদিয়ে রথযাত্রা উৎসবের সমাপ্তি ঘটবে।

(বিএম/এসপি/জুলাই ০৪, ২০১৯)